19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

সর্বোচ্চ কর দিয়ে বিশেষ সম্মান পেলেন অক্ষয়

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তিনি শুধু একজন অভিনেতাই নয়, তিনি মানবদরদীও বটে। সেইসঙ্গে অক্ষরে অক্ষরে মেনে চলেন দেশের আইনশৃঙ্খলা। আবারও সেই প্রমাণ দিলেন তিনি।

বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা। আর তাই আয়কর বিভাগ থেকে তাকে বিশেষ সম্মান ও একটি প্রশংসাপত্র পাঠিয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন এই খিলাড়ি।

বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শুটিংয়ের জন্য ব্রিটেনে আছেন অক্ষয়। তাই তার পক্ষ থেকে আয়কর দপ্তরের কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেছে তার দল। এই সুখবর যদিও অপ্রত্যাশিত ছিল না।

মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার ঝুলিতে বিজ্ঞাপনের সংখ্যাও কম নেই। সবকিছু মিলিয়ে স্বাভাবিক ভাবেই তার আয় অনেক। তার পাওয়া সেই প্রশংসা পত্র এরইমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

Related posts

মহেশকে ফলো করলেন বিল গেটস

Asha Mony

লন্ডনে শ্যুটিং ফাঁকে পরিবারের সঙ্গে আলিয়া

admin

লেডি অব হ্যাভেন’র প্রদর্শনী বন্ধ যুক্তরাজ্যে ‘ইসলাম বিদ্বেষী’

admin