19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

লন্ডনে শ্যুটিং ফাঁকে পরিবারের সঙ্গে আলিয়া

জীবনে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। কাজ করবেন হলিউডে। এরইমধ্যে লন্ডনে ছবির শ্যুটিংও শেষ করেছেন তিনি।

তাকে সঙ্গ দিতে লন্ডনে গিয়েছেন মা সোনি রাজদান ও বোন শাহিন ভাট। দুই মেয়ের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন সোনি, নেটমাধ্যমে শেয়ার করেছেন সেই ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।

হলিউড সিনেমা ‘দ্য হার্ট অফ স্টোন’-এ ইরানি অভিনেত্রী গ্যাল গ্যাডতের সঙ্গে শ্যুটিং করছেন রণবীর- স্ত্রী আলিয়া ভাট।

হলিউড সিনেমা ‘দ্য হার্ট অফ স্টোন’-এ ইরানি অভিনেত্রী গ্যাল গ্যাডতের সঙ্গে শ্যুটিং করছেন রণবীর-আলিয়া। আলিয়াকে সঙ্গ দিতে লন্ডনে পাড়ি দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান এবং বোন শাহীন ভট্ট। রোববারের দুপুরে দুই মেয়েকে নিয়ে লন্ডনের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন মা সোনি। সেখান থেকেই হাসিমুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন তারা।

নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। সিনেমটি পরিচালনা করবেন টম হার্পার। ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলিয়া ভাট ও রনবীর কাপুর। বিয়ের পর ছুটি নয় বরং জোরশোরে কাজ করছেন দু’জনেই। এরপরই হলিউড ছবির শ্যুটিংয়ের প্রথম দিনে নিজের নার্ভাস থাকার কথা জানিয়ে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন আলিয়া। গাল গ্যাডত এবং জেমি ডরন্যানের সঙ্গে আলিয়া ভাটকে দেখা যাবে ‘হার্ট অফ স্টোনে’। আন্তর্জাতিক স্পাই-থ্রিলার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘হার্ট অব স্টোন’ সিনেমার কাহিনী। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শ্যুটিং করেছেন বলি সুন্দরী।

হলিউডে বেশ কয়েকটি মুভিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, এবার সেই তালিকায় নতুন নাম আলিয়া ভাট। বলিউডে আলিয়ার হাতে একাধিক ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’, ‘ব্রম্ভাস্ত্র”সহ আরও কয়েকটি সিনেমা।

সূত্র: এবিপি লাইভ

Related posts

নতুন অভিজ্ঞতার সম্মুখীন শেহনাজ

Asha Mony

আমিই পরিবারের একমাত্র ছেলে দশম শ্রেণি পাস করেছি: রণবীর

Asha Mony

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

Asha Mony