19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

রাজনীতিতে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার?

বলিউড ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার। তার রয়েছে অগণিত অনুরাগী। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা রাজনীতিতে যোগ দেবেন। এমনিতে বিজেপি ঘেঁষা তারকা হিসেবে পরিচিতি আছে তার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ স্নেহভাজনও তিনি।

তাই তার রাজনীতিতে আসার গুঞ্জনটি বেশ চাউর হয়। তবে সেই গুঞ্জনটি মিথ্যে প্রমাণ করেছেন অভিনেতা নিজেই।

তিনি বলেছেন, ‘আমি সিনেমা তৈরি করে খুব খুশি, একজন অভিনেতা হিসেবে। আমি সামাজিক সমস্যাগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ১৫০টি সিনেমা প্রযোজনা করেছি। সামনে মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। রাজনীতি নিয়ে ভাবছি না।’

‘রক্ষা বন্ধন’ আনন্দ এল রাই পরিচালিত এবং যৌতুকের সমস্যা নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আছেন ভূমি পেডনেকার। ১১ আগস্ট সিনেমাটি ‘রক্ষা বন্ধন’ উৎসবের দিন মুক্তি পাবে।

এই বছরের শেষের দিকে মুক্তি পাবে অক্ষয়ের সিনেমা ‘রাম সেতু’ এবং ‘ওহ মাই গড ২’ । দুটি ছবির জন্যই অপেক্ষার প্রহর গুনছেন তার ভক্তরা।

Related posts

ফের জুটি বাঁধছেন শাহরুখ-সালমান!

Asha Mony

কী দেখবেন, কোথায় দেখবেন

Asha Mony

দেশি ছবির বাজার বিদেশে বড় হচ্ছে

admin