25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

পাঁচ সপ্তাহে ‘জুগজুুগ জিও’ ৮৫ কোটি আয় করলো

বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘জুগজুগ জিও’। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ মেহেতা। এতে আরও আছেন অনিল কাপুর এবং নীতু সিং।

বহুল আলোচিত সিনেমাটি ২৪ জুন মুক্তি পায়। মুক্তির পর থেকে পেয়েছে অনেক প্রশংসা।

এরইমধ্যে মুক্তির পাঁচ সপ্তাহে বক্স অফিসে আয় করে ৮৫ কোটি রুপি। নির্মাতারা আশা করছেন ৯০ কোটি রুপিতে পৌঁছাবে সিনেমাটি।

সিনেমাটি উদ্বোধনী দিনে ভালো আয় করে বক্স অফিসে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, যদি নন-ডাব করা হিন্দি রিলিজের সঙ্গে তুলনা করা হয়, বরুণ ধাওয়ান অভিনীত বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিসাবে স্থান পেয়েছে ‘জুগজুগ জিও’।

Related posts

সারাবিশ্বেই সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই: জলিল

Asha Mony

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

Asha Mony

আতঙ্কিত চঞ্চল , ট্রেইলারে রহস্যময়ী তুষি

admin