20 C
Dhaka,BD
January 27, 2023
Uttorbongo
বিনোদন

কী দেখবেন, কোথায় দেখবেন

ডামার—মনস্টার: দ্য জেফরি ডামার স্টোরি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২১ সেপ্টেম্বর
কুখ্যাত ক্রমিক খুনি জেফরি ডামারের জীবন অবলম্বনে ওয়েব সিরিজ। ১০ পর্বের সিরিজটিতে মূলত ডামারের নিষ্ঠুরতার শিকার ব্যক্তিদের দৃষ্টিকোণ থেকে গল্প বলা হয়েছে। রায়ান মারফি ও আয়ান ব্রিনানের সিরজটিতে ডামারের চরিত্রে অভিনয় করেছেন ইভান পিটার্স।

 

থিরুচিত্রামবলাম
ধরন: সিনেমা
স্ট্রমিং: সান নেক্সট
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
তামিল রোমান্টিক কমেডিটি গত ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক ব্যবসাসফল হয়। মাত্র ১৩ দিনেই ১০০ কোটি রুপি আয় করে। আজ মুক্তি পাচ্ছে ওটিটিতে। মিত্ররান আর জাওয়াহার পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ধানুশ, নিত্যা মেনন, প্রিয়া ভবানী শঙ্কর।

বাবলি বাউন্সার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
পানশালা বা নাইট ক্লাবের নিরাপত্তারক্ষীরা বাউন্সার নামেই পরিচিত। মূলত পুরুষদেরই এ পেশায় দেখা যায়। কিন্তু বাবলি বাউন্সার হওয়ার চ্যালেঞ্জ নেয়। তারপর কী হয়, তা নিয়েই মধুর ভান্ডারকরের ছবিটি। প্রধান চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

আতিথি ভুতো ভবা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
ছবিটির গল্প স্ট্যান্ডআপ কমেডিয়ান শ্রীকান্তকে নিয়ে। দিনকাল ভালোই কাটছিল তাঁর। তবে মুশকিল হয় যখন এক মাঝবয়সী ভূত হঠাৎ উদয় হয়। ভূতের দাবি, সে আগের জন্মে শ্রীকান্তের নাতি ছিল! রোমান্টিক কমেডি ছবিটির পরিচালক হার্দিক গাজার। অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রতীক গান্ধী, শারমিন শেগাল।

Related posts

সারাবিশ্বেই সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই: জলিল

Asha Mony

জায়েদ খানের সঙ্গে সিনেমায় কাজ করতে চান হিরো আলম

Asha Mony

মানুষের ভালোবাসাই আব্বুর সবচেয়ে বড় সার্থকতা: দিঠি

Asha Mony