22 C
Dhaka,BD
February 9, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

আমিই পরিবারের একমাত্র ছেলে দশম শ্রেণি পাস করেছি: রণবীর

বলিউড জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। সিনেমা জগতে সবার মতো কাপুর পরিবারও এগিয়ে। বলি পারায় চার প্রজন্ম ধরে অভিনয় করছেন কাপুর পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি কাপুর পরিবার নিয়ে এমন এক তথ্য জানালেন রণবীর যা শুনে বেশ অবাক হতে হলো!

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে রণবীর কাপুর জানান, দাদা পৃথ্বীরাজ কাপুর, দাদা রাজ কাপুর, বাবা ঋষি কাপুর; কেউই দশম শ্রেণি পর্যন্ত পড়েননি। রণবীরই পরিবারের একমাত্র ছেলে যিনি দশম শ্রেণির গণ্ডি পেরিয়েছেন!

তিনি আরও জানান, ‘আমার বাবা ক্লাস এইটে ফেল করেছিলেন। কাকা ক্লাস নাইনে। আর ঠাকুরদা তো ক্লাস সিক্সেই ফেল। আমিই পরিবারের ছেলেদের মধ্যে প্রথম ক্লাস দশম শ্রেণি পাশ করেছি।’

তবে নিজেও লেখাপড়ায় খুব দুর্বল ছিলেন তিনি। দশম শ্রেণির পরীক্ষায় ৫৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। তাতেই বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং এতটা খুশি হয়েছিলেন যে রীতিমতো জাঁকজমক করে পার্টি দিয়েছিলেন।

তারপর রণবীর সিনেমায় ঝুঁকে পড়েন। সিনেমা বানানো নিয়ে কোর্সও করেন তিনি। বংশ পরম্পরায় তিনিও ২০০৭ সালে বলিউডে পা রাখেন। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।

Related posts

মৃত্যুও যার অস্তিত্ব ম্লান করতে পারেনি এতটুকুও

Asha Mony

বিয়ে হয়নি, আংটিও পরিনি: সুস্মিতা সেন

Asha Mony

মহেশকে ফলো করলেন বিল গেটস

Asha Mony