33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
বলিউড বিনোদন

আবারও সিনেমা পরিচালনায় অজয়

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। তিনি এখনও অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করে যাচ্ছেন। তার রয়েছে অসংখ্য ফ্যান ফলোয়ার। এবার পরিচালনায় আসছেন তিনি। তবে এটি প্রথমবার নয়। চতুর্থবারের মতো সিনেমা পরিচালনা নামছেন অজয়।

তার নতুন সিনেমার নাম ‘ভোলা’। এতে রয়েছেন অভিনেত্রী টাবু। অজয় নিজে প্রধান ভূমিকায় অভিনয় করবেন।

অজয় এর আগে ‘ইউ মে অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ নামে তিনটি ছবি পরিচালনা করেছেন।

‘ভোলা’ তামিল ব্লকবাস্টার ‘কাইথি’ ছবির রিমেক। এটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এবং লোকেশ কানারাজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার ছবি ছিল এটি।

ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন এসআর প্রকাশবাবু, এসআর প্রভু। বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক সহ-প্রযোজনা করেছেন। সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি।

এদিকে অজয় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ইন্দ্র কুমারের পরিচালনায় ‘থ্যাঙ্ক গড’ ছবিতে।

Related posts

মহেশকে ফলো করলেন বিল গেটস

Asha Mony

সর্বোচ্চ কর দিয়ে বিশেষ সম্মান পেলেন অক্ষয়

Asha Mony

আসছে ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ৪

Asha Mony