33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

২১ আগস্ট নিহতদের স্বজনদের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

দেড় যুগ আগে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট দূতাবাস।

রোববার (২১ আগস্ট) এক বার্তায় দূতাবাস এই সমবেদনা জানায়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতিগভীর সমবেদনা জ্ঞাপন করছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়।

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ের সামনে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। এতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন, ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন আরও ৫০০ জনের মতো নেতাকর্মী।

Related posts

ঈদের পর টানা পতনে শেয়ারবাজার

Asha Mony

সময়মতো ছাড়ছে না ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

Asha Mony

বনশ্রীতে ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Asha Mony