কেয়া গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আল মাসুদ কামালের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, কেয়া নিট কম্পোজিট লিমিটেড হাইড্রোজেন পার–অক্সাইডের এই চালানটি আমদানির জন্য ঋণপত্র খোলেনি। দুই বছর আগে চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের কারণে ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানানো হয় প্রতিবাদপত্রে।
প্রতিবেদকের বক্তব্যঃ
কাস্টমস কর্তৃপক্ষ নিলামের যে ক্যাটালগ প্রকাশ করেছে সেখানে আমদানিকারক হিসেবে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের নাম উল্লেখ করা আছে। প্রথম আলো ক্যাটালগ থেকে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করেছে।
সূত্রঃ প্রথম আলো