25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
অর্থনীতি বাংলাদেশ

সোনালী ব্যাংকের সঙ্গে বদরুন্নেসা মহিলা কলেজের চুক্তি

সোনালী ব্যাংক লিমিটেড ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের মধ্যে অনলাইন সেবা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ব্যাংকের পক্ষে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ও বেগম বদরুন্নেসা কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও মো. আব্দুল কুদ্দুস, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা আক্তার।

এ চুক্তির ফলে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের যাবতীয় বেতন-ফি-চার্জ ঘরে বসে পরিশোধ করতে পারবেন।

Related posts

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ

Asha Mony

শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী: প্রধানমন্ত্রী

Asha Mony

বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ ফ্রিল্যান্সার

Asha Mony