25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

সিলেটে বন্যাদুর্গতদের মাঝে আইনজীবী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

দেশীয় আইনজীবী সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটের (এলএসপিআর) উদ্যোগে সিলেটের বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুল ইসলাম লিমন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এদিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের ৪৫০ পরিবারের মাঝে রান্না করা খাওয়ার দেওয়া হয়।

একই দিন গোয়াইনঘাট উপজেলার নদীরগাঁও ইউনিয়নের কচুয়ারফার, চৌধুরীকান্দি, মানাউড়া গ্রামের বানভাসি ৩৫০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এর আগে সোমবার (৪ জুলাই) খাবার ও ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক জহির উদ্দিন লিমন, ভাইস চেয়ারম্যান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুব রব্বানী।

এলএসপিআরের এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, সিলেট জেলা ও মহানগরের কৃষক লীগ নেতা মো. মিফতহুল হোসেন সুইট, মো. মকবুল হোসেন, মো. ফকরুল ইসলাম, আলাজুর রহমান প্রমুখ।

Related posts

বঙ্গমাতা নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল: স্পিকার

Asha Mony

জ্বালানির দাম বাড়ানো ছাড়া সরকারের আর উপায় ছিল না: আইনমন্ত্রী

Asha Mony

ভারতে বাংলাদেশের হাইড্রোজেন পার-অক্সাইডে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার

admin