33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

সাতদিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিমানবাহিনী প্রধান

সাতদিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী ও দুই কর্মকর্তা। রোববার (১০ জুলাই) যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। চিফ অব দ্য এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টনের আমন্ত্রণে এ সফরে যান বিমানবাহিনী প্রধান।

সোমবার (১১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ‘মার্শাল অ্যারোস্পেস ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার চিফ্স কনফারেন্স’- এ যোগ দেবেন। কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানরা কনফারেন্সে যোগ দেবেন।

এছাড়াও তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২’-এ যোগদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষে বিমানবাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২’ পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে ফিরবেন।

Related posts

পদ্মা সেতুতে জ্বলল আরও ২০৭ সড়কবাতি

admin

বঙ্গমাতা নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল: স্পিকার

Asha Mony

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় অর্থনীতি মজবুত ভিতের ওপর: স্পিকার

Asha Mony