বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এ সময় বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান, বিসিক আঞ্চলিক, ঢাকা জেলা কার্যালয়সহ বিসিক স্কিটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
পরে বিসিক কর্মকর্তা সমিতি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান।