পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড, কুইজ, কর্মশালা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, নগর পরিকল্পনা প্রকল্প, ব্যবসায়িক উদ্যোগ অন্বেষণ, চলচ্চিত্র প্রদর্শনীসহ বেশকিছু আয়োজনে শেষ হলো দুই দিনের জাতীয় পরিবেশ উৎসব।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিএসসিতে গতকাল শুরু হওয়া জাতীয় পরিবেশ উৎসবটি শেষ হয়। এতে ছয়টি ক্যাটাগরির ১৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ উৎসবের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে পরিবেশ নিয়ে নিজেদের পরিকল্পনা ও চিন্তাভাবনা তুলে ধরে।
রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফাওজিয়াহ কবীর জাগো নিউজকে বলে, পরিবেশ নিয়ে এখানে মূলত কী কী হচ্ছে তা দেখতে ও অংশ নিয়ে শিখতে এসেছি। হাতেকলমে অনেক কিছু শিখেছি এ উৎসব থেকে।
অষ্টম শ্রেণিতে পড়া অপর এক শিক্ষার্থী নাবিজাহ তাসনিম কবীর জাগো নিউজকে বলেন, এ উৎসব থেকে কীভাবে পরিবেশ দূষণ রোধ করা যায় কিংবা পরিবেশ দূষণ রোধে কী কী কাজ করা যায় তা শিখেছি।
সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তানিশা রহমান বলেন, বইয়ে অনেক কিছুই পড়েছি। উৎসবে দেয়াল লিখন, পরিবেশ দূষণ সম্পর্কে বেশকিছু ধারণা পেয়েছি, যা অনেকদিন মনে থাকবে।
রাজধানীর পান্থপথ থেকে আসা হামদর্দ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াশিমুল বারী বলে, পরিবেশ উৎসবের আয়োজনটি একটু ব্যতিক্রম ছিল। এর আগে এ ধরনের কোনো ইভেন্টে অংশ নেওয়া হয়নি।
শামীম সুলতানা নামের এক অভিভাবক বলেন, এ উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সন্তানেরা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারছে। একই সঙ্গে তাদের মধ্যে পরিবেশ নিয়েও সচেতনতা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে কাজে লাগবে।
ইউথপ্রেনার নেটওয়ার্কের অপারেশন ম্যানেজার মাশফিকুর রহমান মুন্না জাগো নিউজকে বলেন, আমাদের উদ্দেশ্য ছিল পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করা। পাশাপাশি, তাদের পরিবেশ নিয়ে তাদের যেসব চিন্তাভাবনা রয়েছে সেগুলো জানা। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা এ উৎসবে বেশ ভালোই সময় কাটিয়েছে।