গ্যাস সংকটের কারণে দেশে কমেছে বিদ্যুৎ উদপাদন। ফলে রাজধানীসহ সারাদেশেই লোডশেডিং হচ্ছে। এর প্রভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ অবস্থায় উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎ রেশনিংয়ের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
বুধবার (৬ জুলাই) বিকেলে এফবিসিসিআই আয়োজিত পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তৃতীয় সভায় এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারকে নিয়ে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
সভায় এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন বলেন, বাংলাদেশ এনার্জিখাতে আগের থেকে অনেক উন্নত। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিদ্যুতের এ সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার তাগিদ দেন এফবিসিসিআই পরিচালক ও পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ আবুল কাসেম খান। এছাড়া এনার্জি খাতের চুক্তিগুলো পুনরায় বিবেচনা করার আহ্বান জানান তিনি।
জ্বালানি নিরাপত্তার উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়ে কমিটির চেয়ারম্যান ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ বলেন, আগামীতে জ্বালানিখাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। দেশের রপ্তানি অঞ্চলগুলোতেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে হবে। এ অবস্থায় এখাতে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ জরুরি।
এছাড়াও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি খাতকে সংযুক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সরকারের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত সদস্যরা।
সভায় আরও বক্তব্য দেন- এফবিসিসিআই পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, মো. নাসের প্রমুখ। এ সময় এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, আমজাদ হুসেইন, কমিটির কো-চেয়ারম্যন সালাউদ্দিন ইউসুফ, মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।