32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

শাহ আমানতে ১২ স্বর্ণের বারসহ শারজাহফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজান উদ্দীন (৩৪) নামে এক যাত্রীকে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

মিজান সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে শাহ আমানত বিমানবন্দরে আসেন। তিনি ফটিকছড়ি থানাধীন কাঞ্চনপুর মানিকপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারের ওজন এক কেজি ৩৯৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Related posts

জুয়ার টাকা জোগাড় করতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

Asha Mony

আমরা এখনও শ্রীলঙ্কার মতো হইনি, তবে সাবধান: এম এম আকাশ

Asha Mony

দাবি মানবাধিকার চেয়াররম্যানের সীতাকুণ্ডের ঘটনা নাশকতা কিনা তদন্ত

admin