কাপড়ে রঙের স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ছাপা থান কাপড় উৎপাদনের অপরাধে বাগদাদ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে কাপড়ের রঙের স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। তবে বাগদাদ টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ সিএম লাইসেন্স না নিয়েই ছাপা থান কাপড় উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করে আসছে। এই অপরাধে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ে করেছে বিএসটিআই। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের পরীক্ষক (টেক্সটাইল) শরীফুল ইসলাম দায়িত্ব পালন করেন।