রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহে ‘পদ্মা পরিবহন’ নামের যাত্রীবাহী বাস উল্টে একযাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
নিহত বাসযাত্রীর নাম আব্দুর রহিম (৪৫)। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাত আড়াইটার দিকে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে বাসটিকে সড়কের পাশে উল্টে থাকতে দেখে। এসময় বাসের বেশির ভাগ যাত্রী গুরুতর অবস্থায় পড়ে ছিলেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। রাতেই হাইওয়ে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত অনেক রোগীকে এখানে আনা হয়েছে। তাদের মধ্য কয়েকজনের অবস্থা গুরতর। তাদের সরাসরি রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বলেন, ফরিদপুর থেকে যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর দিকে আসছিল। বিড়ালদহ এলাকায় আসামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে যাত্রীরা গুরুতর আহত হন। তবে আহতদের মধ্যে একজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।