রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় মো. ইমরান খান (৩৪) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) দিনগত রাত একটার দিকে হাশেম পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।
ইমরান খানকে ঢামেকে নিয়ে আসা মো. শাহজাহান জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন ইমরান। রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে হাশেম পেট্রল পাম্পের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহত ইমরান শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সোটকালী নগর গ্রামের মোনসের খানের ছেলে। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মুজাহিদ নগর এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।