33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
বাংলাদেশ

মালিবাগে ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় ফারিয়া হোসেন (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফারিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. জুবায়ের হোসেন জানান, মালিবাগ রেলগেটে হেঁটে পার হচ্ছিলেন ফারিয়া নামে ওই শিক্ষার্থী। তখন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া গাজীপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় খিলগাঁও খিদমা হাসপাতালে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলে ফারিয়ার বড় ভাই ত্বোহা হোসেন জানান, মুগদার মদিনাবাগ এলাকায় থাকেন তারা। পান্থপথের সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়া। সকালে ক্লাস করতে ইউনিভার্সিটিতে যান ফারিয়া। সেখান থেকে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।

Related posts

গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরছে কিউকম

Asha Mony

রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

Asha Mony

তুরাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Asha Mony