33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্টে এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মতিঝিলে আরামবাগ ক্লাবের দুইতলা ভবনের ছাদে এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (১৮) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবের সহকর্মী মো. মাসুম বলেন, রাতে আমরা আরামবাগ ক্লাবের দুইতলা ভবনের ছাদে এসি মেরামত করছিলাম। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিব। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সাকিবের গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে মতিঝিলের আরামবাগ এলাকায় থাকতেন। কাজ করতেন এসি মিস্ত্রির হিসেবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতন্তদের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Related posts

সিলেটে বন্যাদুর্গতদের মাঝে আইনজীবী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

Asha Mony

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

Asha Mony

ঘুরে দাঁড়ানো বরিস জনসনের

admin