20 C
Dhaka,BD
February 9, 2023
Uttorbongo
অর্থনীতি বাংলাদেশ

বাংলাদেশের বিশ্বস্ত দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাপান: অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। তারপর থেকেই জাপান আমাদের সবচেয়ে বিশ্বস্ত দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী ও সময়ের পরীক্ষিত বন্ধু।’

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে অর্থমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্ট আকি হিকো তানাকা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জাইকা প্রেসিডেন্টকে সব বাংলাদেশির পক্ষ থেকে স্বাগত জানান। পাশাপাশি মন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করে ১৯৭৩ সালের অক্টোবরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করেন।

বাংলাদেশকে অব্যাহত সমর্থন ও উন্নয়ন প্রচেষ্টায় দৃঢ় প্রতিশ্রুতির জন্য জাপান সরকার, বিশেষ করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশ-জাপানের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ২০১৪ ও ২০১৯ সালের জাপান সফর এটিকে আরও বেগবান করেছে।’

পাশাপাশি অর্থমন্ত্রী জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ২০১৪ সালে বাংলাদেশ সফরের বিষয়টিও উল্লেখ করেন। বাংলাদেশের মহান বন্ধু আবের দুঃখজনক মৃত্যুতে আন্তরিক সমবেদনা ও জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানান।

করোনাভাইরাস মহামারির শুরুতে বাংলাদেশকে জাপান যে বাজেট সহায়তা দিয়েছে, তা উভয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট সহায়তা হিসেবে উল্লেখ করেন মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘এটি কোভিড-১৯ মহামারির নেতিবাচক প্রভাব প্রশমিত করতে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট মোকাবিলায়ও সাহায্য করেছে। দিনে দিনে জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, জাইকা ভবিষ্যতের বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনা করে প্রয়োজনীয় বাজেট সহায়তাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য আরও অর্থায়ন বাড়াবে।’

জবাবে আকি হিকো তানাকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে প্রতিবেশী দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশর অবস্থান অন্যতম। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্রটা নিজের চোখে দেখেছে এবং উপলব্ধি করেছি।’

জাইকা প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। ২০১৪ সালে আমি বাংলাদেশে এসেছিলাম। তবে এবারের সফরে যে বাংলাদেশকে দেখেছি, তাতে আমি অভিভূত।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়াসহ জাইকা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Related posts

জাতীয় পাবলিক সার্ভিস দিবস আজ

Asha Mony

ডিমের বাজারে কারসাজি: শুনানিতে আসেননি ফয়সাল

Asha Mony

বেকারদের স্থায়ী কর্মসংস্থান-ভাতাসহ ১১ দাবিতে মানববন্ধন

Asha Mony