25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

ফজরের নামাজ পড়ে হাঁটছিলেন ছাদে, পা পিছলে পড়ে নার্সের মৃত্যু

রাজধানীর সবুজবাগের নিজ বাসার চার তলা ছাদ থেকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আতাউল করিম অপুর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে ঘোষণা করেন।

নিহতের সহকর্মী কামাল পাটোয়ারী জানান, সবুজবাগের নিজ বাসার চার তলায় ছাদে ফজরের নামাজ পড়ে হাঁটছিলেন। ওই সময় ছাদ পিছিল থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানায়। তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ‍তিনি সবুজবাগের দক্ষিণ গাঁও ২৯৬ নম্বর নিজবাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Related posts

আজ লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

Asha Mony

ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ৪১ প্রতিষ্ঠানকে জরিমানা

Asha Mony

প্যারিস চুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Asha Mony