চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় পরিবেশগত ছাড়পত্র না নিয়ে এবং ইটিপি চালু না রেখে ওয়াশিং প্ল্যান্ট চালু রেখে পরিবেশ দূষণের অভিযোগে মেসার্স ডেনিম ওয়াশিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ আগস্ট) কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।
৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে এই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে হিল্লোল বিশ্বাস বলেন, গত ২৩ জুন মেসার্স ডেনিম ওয়াশিং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিটি পরিদর্শনকালে তাদের ইটিপি অকার্যকর পাওয়া যায়। এতে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী এলাকার পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশগত কোনো ছাড়পত্র ছিল না।
এসব কারণে বৃহস্পতিবার কারখানাটির মালিকের উপস্থিতিতে শুনানিতে তাদের এক লাখ ৯০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।