পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৩ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে স্বাস্থ্যমন্ত্রী কোন সময়ে এবং কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
হজের পোশাক পরিহিত ছবিসহ দেওয়া ফেসবুক পেজের ওই পোস্টে বলা হয়েছে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে পবিত্র নগরী মক্কায় হজ পালনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
যাত্রাকালে স্বাস্থ্যমন্ত্রী তার নিজ জেলা মানিকগঞ্জ বাসীসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া প্রার্থনা করেন।