25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
বাংলাদেশ

পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজায় ১৮ মিনিট টোল সংগ্রহ বন্ধ

বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর গোলযোগে বা সমস্যার কারণে পদ্মা সেতুর টোল প্লাজায় প্রায় ১৫ মিনিট টোল সংগ্রহ বন্ধ ছিল। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত প্রায় ১৮ মিনিট সময়কালে বিদ্যুৎ না থাকায় টোল সংগ্রহ বন্ধ থাকে।

এ সময় টোল প্লাজায় আটকে পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন যানবাহন। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পে বারবার জেনারেটর সমস্যায় টোল সংগ্রহ বন্ধ থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

টোলে কর্তব্যরতরা জানায় বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটরে সমস্যার কারণে টোল সংগ্রহ বন্ধ রয়েছে।

এক বাস চালক বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় যদি বিদ্যুৎ না থাকে আর জেনারেটরের তেল না থাকায় যদি টোল আদায় বন্ধ থাকে তাহলে তো অনেক সমস্যা। এই দেখেন কয়েক মিনিটেই গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। এর মধ্যে রোগীবাহী অ্যাম্বুল্যান্স, গরুবাহী ট্রাকও রয়েছে। এটা কর্তৃপক্ষের দেখা উচিত।

জাজিরা টোল প্লাজার টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, টোল আদায় বন্ধ না, এটা টেকনিক্যাল সমস্যা। ঠিক হয়ে যাবে।

Related posts

সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে

Asha Mony

ডলারে ১ টাকার বেশি লাভ নয়: বাংলাদেশ ব্যাংক

Asha Mony

এসএসসি পাসেই বিআরটি প্রকল্পের ‘সেফটি ইঞ্জিনিয়ার’ জুলফিকার

Asha Mony