32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২৫ জুলাই) তিনি এক বার্তায় এ অভিনন্দন জানান।

দ্রৌপদী মুর্মু (৬৪) সোমবার ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তিনি দেশটির প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। একই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ভারতের প্রজাতন্ত্রের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমি এই অঞ্চলে নারীর ক্ষমতায়নে সেরা দেশগুলোর মধ্যে একটি হিসেবে আপনাকে এ উচ্চপদের দায়িত্ব নিতে দেখে আনন্দিত।’

আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক ইতিহাস ও সংস্কৃতি, আস্থা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অব্যাহত সহযোগিতার প্রতি শ্রদ্ধাশীল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ আমাদের সহযোগিতা বাণিজ্য, সংযোগ, জলসম্পদ ব্যবস্থাপনা, শক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।’

তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ভারতের রাষ্ট্রপতি হিসাবে আপনার মেয়াদে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন ও ভালো সহযোগিতা আরও জোরদার হবে। আমি শুধু পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতেই নয়, এই অঞ্চলে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা বাড়াতেও আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

Related posts

ধ্বংসস্তূপ সরাতে লাগবে কয়েক দিন ১১৮,ক্যামেরার সাতটি ডিভিআর জব্দ করেছে সিআইডি

admin

লাইসেন্স না নিয়ে কাপড় উৎপাদন, বাগদাদ টেক্সটাইলের বিরুদ্ধে মামলা

Asha Mony

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

Asha Mony