রাজধানীর তুরাগে একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. কাজল মিয়া (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে তুরাগ নলভোগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। কাজল মিয়া ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার খিরাইচন্ডি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
নিহতের মামাতো ভাই আতিকুল ইসলাম বলেন, আমার ভাই গ্রামের বাড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারে অভাব থাকায় পড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের সহকর্মী হিসেবে কাজ করতেন। তার বাবা কৃষি কাজ করেন। আজ তুরাগ নলভোগ রূপায়ণ সিটির সাত নম্বর বিল্ডিংয়ের বাইরের সাইডে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান কাজল। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।