33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

বনশ্রীতে ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি সাততলা বাসা থেকে মোছা. লাবনী আক্তার সোহাগী (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উত্তর গুপিনাথপুর গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সোহাগী।

সোহাগের স্বামী আমির হোসেন পুলিশকে বলেন, গতকাল আমি অফিসের কাজের জন্য বাইরে যাই। রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরলে, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া হয়। পরে আমার স্ত্রী নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়।

‘পরে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকি। দেখি, আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে বাসায় এসে মরদেহ উদ্ধার করে।’

খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন বলেন, আমার খবর পেয়ে বনশ্রীর ব্লক-এইচ, রোড-৬ বাসা-৬ এর সাততলার ফ্ল্যাটটিতে যাই। সেখান থেকে একটি লোহার খাটে শোওয়ানো অবস্থায় সোহাগীর মরদেহ উদ্ধার করি।

‘পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সোহাগীর বড় ভাই রাসেল জানান, রাতে আমরা জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ঢামেকের মর্গে এসে তার মরদেহ দেখতে পাই।

‘জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। আমার বোন আসলেই অনেক রাগি ও জেদি প্রকৃতির ছিল। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

Related posts

ভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম মাঠের মাটির সন্তান

Asha Mony

মুদ্রণ শিল্পনগরীতে সময় বাড়লো ৩ বছর, ব্যয় ১২৫ কোটি

Asha Mony

অর্থমন্ত্রী: পাচার হওয়া টাকায় দেশের মানুষের হক আছে

admin