33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

জাতীয় পাবলিক সার্ভিস দিবস আজ

দেশে আজ (শনিবার) পালিত হবে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’। দিবসটি উপলক্ষে এ বছর প্রথমবারের মতো দেওয়া হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’। এবার সরকারের বিভিন্ন দপ্তরের ২৭ জন কর্মকর্তা, চারটি দপ্তর এ পদক পাবে। এর আগে শুধু ‘জনপ্রশাসন পদক’ নামে দেওয়া হতো এ পুরস্কারটি।

শনিবার (২৩ জুলাই) দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের এ পদক দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

২০১৬ সাল থেকে সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। জাতিসংঘ ২৩ জুন করলেও বাংলাদেশ দিবসটি পালন করে ২৩ জুলাই। দিবসটি সরকারের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।

এবার ১০টি শ্রেণিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে। পদকপ্রাপ্তরা একটি করে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ব্যক্তিগত অবদানের জন্য দুই লাখ এবং দলগত অবদানের জন্য পাঁচ লাখ করে টাকা পাবেন।

Related posts

টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পোশাক ক্রেতাদের পছন্দ বাংলাদেশ

Asha Mony

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে পৌঁছেছে

Asha Mony

দাবি মানবাধিকার চেয়াররম্যানের সীতাকুণ্ডের ঘটনা নাশকতা কিনা তদন্ত

admin