25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
অর্থনীতি বাংলাদেশ

ছয় মাসে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ জ্বালানিসংকট

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি তেলের স্পট প্রাইস যেভাবে বেড়েছে, সেটা বেশ উদ্বেগজনক। এ কারণে দেশে বিদ্যুতের সমস্যাও বেড়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিতে আগামী ছয় মাসের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানিসংকট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মিট দ্য ওক্যাব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদেশি সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওক্যাব) এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে ছিলেন ওক্যাবের আহ্বায়ক কাদির কল্লোল, সদস্যসচিব নজরুল ইসলাম, সদস্য জুলহাস আলম, শফিকুল আলম, সিরাজুল ইসলাম কাদির, ফরিদ হোসেন, পারভীন চৌধুরী প্রমুখ।

সভায় সালমান এফ রহমান বলেন, ‘বিশ্বরাজনীতি ও বাণিজ্যে বাংলাদেশ সব সময়ই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। সম্প্রতি রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে এই ভারসাম্যের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হলেও আমি মনে করি, এটা তেমন একটা প্রভাব ফেলবে না। কারণ, বর্তমানে প্রতিটি দেশই তাদের জাতীয় স্বার্থ অনুসারে বৈদেশিক সম্পর্ক ঠিক করছে। ইউরোপ–আমেরিকাও এ বিষয়ে তাদের ধারণায় পরিবর্তন এনেছে। ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবার সঙ্গে আলোচনা ও যোগাযোগ বাড়ানো। আর বাংলাদেশ এই কাজ করছে।’

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘জ্বালানির সংকটই এখন দেশের বড় চ্যালেঞ্জ। আমাদের ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন গ্যাসনির্ভর। কিন্তু এলএনজি গ্যাসের স্পট দাম এত বেড়ে গেছে যে এই দামে গ্যাস কিনে পোষাচ্ছে না। আমরা আশা করছি, দ্রুত এই দাম কমবে। আর যদি না কমে, তা হলে এটি আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’

লোডশেডিং কমানো নিয়ে সরকার কাজ করছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘আমরা গুরুত্বের ভিত্তিতে রেশনিং করে বিদ্যুৎ সরবরাহ করছি। তবে কোনোভাবেই যেন শিল্প খাতে এর প্রভাব না পড়ে, সেই চেষ্টা আছে। আর আসছে শীতে বিদ্যুতের ব্যবহার কমে যাবে। তখন লোডশেডিংও কমবে।’

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আমরা এখনো অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতিতে আছি। এখনই কয়লাভিত্তিক বিদ্যুৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’

Related posts

মাঝিকে স্বর্ণের দুল দিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা নারী

Asha Mony

হরতাল-অবরোধ ছাড়া সরকার পতন হবে না: মির্জা আব্বাস

Asha Mony

শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Asha Mony