চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পাহাড় কাটার অপরাধে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাতে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল্লাহ আল মতিন বায়েজিদ বোস্তামী থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামি থানার দুই নম্বর ওয়ার্ডের জান্নার বাপের খামার এলাকায় এ পাহাড় কাটার ঘটনা ঘটে। কক্সবাজার এলাকার আবুল বশরের ছেলে তফসিরুল ইসলামসহ ১১ জন ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত।