ঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট কর উপদেষ্টা লুৎফর রহমানের ২২তম মৃত্যুর্বাষিকী আজ সোমবার (১ আগস্ট)।
লুৎফর রহমানের মৃত্যুর্বাষিকীতে ঘাসফুল পরিবার তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেছে।
১৯৭২ সালে লুৎফর রহমানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ঘাসফুল যাত্রা শুরু করে।