20 C
Dhaka,BD
January 27, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

কর্মশালায় যোগ দিতে যুক্তরাজ্য গেলেন স্পিকার

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার কাউন্টির রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম কর্মশালায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন।

সফরকালে স্পিকার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এছাড়া তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিব, স্থানীয় সংসদ সদস্য ও লর্ডদের সঙ্গে বৈঠক করবেন।

পাশাপাশি রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

যুক্তরাজ্য সফর শেষে ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘে (ইউএন) বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএসের সঙ্গে কয়েকটি বৈঠকে অংশ নিতে আগামী ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

Related posts

আমরা এখনও শ্রীলঙ্কার মতো হইনি, তবে সাবধান: এম এম আকাশ

Asha Mony

শেয়ারবাজারে লোডশেডিং আতঙ্ক

Asha Mony

প্যারিস চুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Asha Mony