33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
অর্থনীতি বাংলাদেশ

ওমরাহ টিকিটের দাম বৃদ্ধি নিয়ে যা বলছে বিমান

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে টিকিটের দাম বেশি রাখা হচ্ছে, এ খবরটি সঠিক নয় বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসের বিমানের টিকিটের জন্য বেশি ভাড়া রাখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ওমরাহ যাত্রীদের জন্য বিমানের ভাড়া স্তরভেদে ৭৫০ ডলার হতে ৯০০ ডলার। নাম ও তথ্য ছাড়া কোনো টিকিট দেয়া হয়নি এবং নিয়মানুযায়ী বিমানের সেলস সেন্টার থেকেই টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও টিকিট বিক্রি অব্যাহত আছে।

প্রসঙ্গত, টিকিট সিন্ডিকেট ওমরাহ যাত্রীদের জিম্মি করে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে, সম্প্রতি জাতীয় একটি দৈনিকসহ কয়েকটি অনলাইন পোর্টালে এমন খবর প্রকাশিত হয়েছে। তারই পরিপেক্ষিতে বৃহস্পতিবার এই বিবৃতি দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Related posts

প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-ভারতের বহুমুখী সম্পর্ককে আরও দৃঢ় করবে

Asha Mony

সাড়ে ৭ কোটি মানুষ তামাকের ক্ষতির শিকার হচ্ছেন: আতিউর রহমান

Asha Mony

প্রায় ১২৩ কোটি টাকা পানিতে, ফের পলি পড়ছে পশুর চ্যানেলে

Asha Mony