20 C
Dhaka,BD
February 9, 2023
Uttorbongo
জাতীয় বাংলাদেশ

ঈদে চলাচলের অনুমতি চান বাইকাররা

নিরাপত্তা ইস্যুতে আন্তঃমহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়েছেন বাইকাররা। আসন্ন ঈদ উপলক্ষে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে আবারও বাইক চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকচালক মেজবাহ উদ্দিন বলেন, একটা মোটরসাইকেল এক্সিডেন্ট হওয়ায় বাইক চালানো বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়। বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক।

তিনি আরও বলেন, ঈদে বাড়ি ফেরার জন্য বাস-ট্রেনের টিকিট পাওয়া ঝামেলা। এছাড়া যাতায়াতেও কষ্ট। তাই আমরা ঝামেলাবিহীন বাড়ি ফেরার জন্য মহাসড়কে বাইক চলাচলের অনুমতি চাই।

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে দাবি করে আরেক বাইকার মমিন তাজ বলেন, বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা ওপর মহলে চাপ সৃষ্টি করে বাইক চলাচল বন্ধ করিয়েছে।

একাধিক বাইকারের ব্যাখ্যা, যারা প্রকৃত বাইকচালক, তারা সব ধরনের নিয়ম মেনেই চলে। অদক্ষ চালকদের নিয়ন্ত্রণ করতে সঠিক আইনের প্রয়োগ করে চলাচলের অনুমতি দিলেই সমস্যা সমাধান হয়ে যায়। বাইক নিষিদ্ধের প্রয়োজন পড়ে না।

মানববন্ধনে অর্ধশতাধিক বাইকার উপস্থিত ছিলেন।

Related posts

১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়র আতিকের

Asha Mony

মুদ্রার বিনিময় হার: ১৪ জুলাই ২০২২

Asha Mony

ছাড়পত্র ছাড়া স্যানিটারি পণ্য বিক্রি, ইউনিক সিরামিককে জরিমানা

Asha Mony