25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
অর্থনীতি বাংলাদেশ

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সম্মেলন ও পুরস্কার বিতরণ

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিকী ব্যবসায়িক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের (২১ জুলাই) ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটসংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম উপস্থিত ছিলেন

ইন্স্যুরেন্স কোম্পানিটির বিভিন্ন ব্রাঞ্চের এএসএম, বিএম, ইউএম ও এফএ সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তরা বক্তব্য দেন। পরে সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে অবদান রাখতে বদ্ধপরিকর।

Related posts

অরক্ষিত পান্থকুঞ্জ পার্ক, ৩ বছর ধরে বন্ধ

Asha Mony

আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

Asha Mony

দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন

Asha Mony