পাবনার আতাইকুলা থানাকে ‘উপজেলা’ করার দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। রোববার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আতাইকুলা উপজেলা বাস্তাবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইদ। সঞ্চালনা করেন আতাইকুলা উপজেলা বাস্তাবায়ন কমিটির সদস্যসচিব শেখ নজরুল ইসলাম।
আতাইকুলা থানাকে ‘উপজেলা’ করার যৌক্তিকতা তুলে ধরে নজরুল ইসলাম বলেন, সদর উপজেলার আতাইকুলা, সাদুলল্লাপুর, আটঘড়িয়ার লক্ষ্মীপুর ইউনিয়ন নিয়ে আতাইকুলা থানা গঠিত হয়। আতাইকুলা পাবনা জেলার একটি জনগুরুত্বপূর্ণ জনপদ। শত বছর আগে থেকেই পাবনার ও দেশের অর্থনৈতিক গুরুত্ব বহন করে চলেছে। বর্তমান সরকারের আমলে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) সভায় অনেক থানাকে গুরুত্ব দিয়ে উপজেলা বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ থানাকে আজ অবধি উপজেলা বাস্তবায়নের জন্য প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, আতাইকুলা থানার ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। জনসংখ্যা তিন লাখ ৫৭ হাজার। এ পরিসংখ্যানে উপজেলা বাস্তবায়নের জন্য যথেষ্ট। থানাটি পাবনার সংসদীয় আসন-১, ৪ ও ৫ এর অধীনে ন্যস্ত থাকায় প্রশাসনিক জটিলতায় জনগণের দুর্ভোগ বাড়ছে। এ দুর্ভোগ লাঘবের স্বার্থে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উত্তর জনপদের গুরুত্বপূর্ণ আতাইকুলা থানাকে উপজেলায় বাস্তবায়ন করা সম্ভব হলে প্রধানমন্ত্রীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাক মো. সেলিম রেজা, আতাইকুলা উপজেলা বাস্তাবায়ন কমিটি যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, পাবনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. তোরাব আলী খান, আতাইকুলা থানা সমিতির সাবেক সভাপতি রবিউল আলম রতন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম কানন প্রমুখ।