25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
দেশজুড়ে নওগাঁ রাজশাহী

সকালে মিললো যুবকের মরদেহ,রাতে নিখোঁজ

নওগাঁর রানীনগরে রতন প্রামাণিক (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কাল ১০টার দিকে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকার একটি ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রতন উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বিলকৃষ্ণপুর বাজারে যান রতন প্রামাণিক। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। তবে রাতে তার কোনো সন্ধান পায়নি পরিবার। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিলকৃষ্ণপুর বাজার এলাকায় ফসলি জমির পানিতে রতনের মরদেহ দেখে থানায় খবর দেয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রতনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Related posts

গ্রাহকের অর্থ আত্মসাৎ, অনুমোদনহীন এনজিওর ম্যানেজার গ্রেফতার

Asha Mony

রাজশাহী সিটি হাসপাতালের কার্যক্রম পুনরায় শুরু

Asha Mony

চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে নওগাঁ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা

Asha Mony