33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে অন্তত ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুর ২টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় হইতে হাটিকুমরুল গোলচত্বর যানজট দেখা যায়।

যানজটে আটকা পড়া আসিফ ইকবাল জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে পাবনায় যাচ্ছি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় এসে জ্যামে ছিলাম ২ ঘণ্টা। কড্ডার মোড়ে ১ ঘণ্টা আটকে আছি। জানি না কখন এ যানজট ছাড়বে।

নলকা সেতু এলাকায় মহিউদ্দিন নামের আরেক যাত্রী জানান, যানজটে সেতুর পশ্চিম পাড় থেকে নলকা সেতু পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা। কত সময় নাগাদ এ যানজট শেষ হবে বলতে পারছি না।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খান জাগো নিউজকে বলেন, দুপুর থেকে যানবাহনের অতিরিক্ত চাপে সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রুত যানজট নিরসন হয়ে যাবে।

Related posts

বিনা টিকিটে ট্রেন চড়ে জরিমানা গুনলেন ১৯০ যাত্রী

Asha Mony

সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Asha Mony

অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Asha Mony