36 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে
খোদা নাজির এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার জেলার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর
রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার পুজাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সঞ্জয় ক্ষিপ্ত হয়ে ৩ মে ২০২১ সালে বাড়িতে ঢুকে পুজাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় পুজার বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার মৃত্যুদণ্ড দেন।

Related posts

বগুড়ায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

admin

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে হত্যাকাণ্ড, গ্রেফতার ৩

admin

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

Asha Mony