27 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বোমা আতংকে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সিরাজগঞ্জে বোমা আতংকে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়ায় কলেজশিক্ষক গফুর হোসেনের বাড়ি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। বাড়ির আশপাশেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছিল।

বাড়ির মালিক প্রভাষক গফুর হোসেন জানান, রোববার (৩ জুলাই) রাতে তাকে ব্যবহৃত একজন ফোন করে বলেন, ‘তোর খাবার ঘরের মিটসেফের নিচে অস্ত্র রয়েছে। পরে তোর সঙ্গে কথা হবে’।

তিনি আরও বলেন, ‘এর পরই গিয়ে দেখি কার্টনের মধ্যে টেপ মোড়ানো লম্বা বোমা। সোমবার সকালে পুলিশকে বিষয়টি জানাই। এরপর তারা বোমাটি উদ্ধারের জন্য আসেন।’

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বোমা-সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে র‌্যাবকে জানানো হয়েছে। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা স্বার্থে চারদিক ঘিরে রাখা হয়েছে।

Related posts

শোকের মাসে ৩০০ অসহায়কে খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা

Asha Mony

মালামালের দাম বৃদ্ধি-কারিগর সংকট, বন্ধ হচ্ছে বেনারসি কারখানা

Asha Mony

নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

admin