25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তিন স্থানে ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জে একই সময়ে আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ ডাকায় তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।

এ আদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওইসব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।

Related posts

সকালে মিললো যুবকের মরদেহ,রাতে নিখোঁজ

admin

কালাই রুটিতে স্বাবলম্বী

Asha Mony

শিল্পকলা পদক পেলেন রাবি অধ্যাপক মলয় ভৌমিক

Asha Mony