নওগাঁর রানীনগরে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে মেসার্স শাহী ফিলিং স্টেশন মালিকেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন।
তিনি বলেন, কয়েকজন ক্রেতা ওই ফিলিং স্টেশন থেকে বোতলে করে ১২০ টাকায় এক লিটার ডিজেল ক্রয় করেন। এরপর তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে তারা আবার অন্য একটি বোতলে আরও এক লিটার তেল কিনেন। সেখানেও তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে ক্রেতারা অন্যস্থানে মেপে দেখেন পরিমাণে তেল কম আছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনকে অবগত করলে তার নির্দেশনায় অভিযান চালানো হয়। পরে পরিমাণে তেল কম পাওয়ায় ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।