25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
নওগাঁ রাজশাহী

রানীনগরে তেল কম দেওয়ায় পাম্প মালিকের জরিমানা

নওগাঁর রানীনগরে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে মেসার্স শাহী ফিলিং স্টেশন মালিকেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন।

তিনি বলেন, কয়েকজন ক্রেতা ওই ফিলিং স্টেশন থেকে বোতলে করে ১২০ টাকায় এক লিটার ডিজেল ক্রয় করেন। এরপর তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে তারা আবার অন্য একটি বোতলে আরও এক লিটার তেল কিনেন। সেখানেও তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে ক্রেতারা অন্যস্থানে মেপে দেখেন পরিমাণে তেল কম আছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনকে অবগত করলে তার নির্দেশনায় অভিযান চালানো হয়। পরে পরিমাণে তেল কম পাওয়ায় ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Related posts

নৈশপ্রহরী-স্প্রেম্যান দিয়ে ওএমএস কর্মসূচি মনিটরিং!নৈশপ্রহরী-স্প্রেম্যান দিয়ে ওএমএস কর্মসূচি মনিটরিং!

Asha Mony

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যানজটের কবলে রাজশাহী

Asha Mony

ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া, বন্ধ কলেজ ছাত্রাবাস

Asha Mony