ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্ত করতে রাজশাহীতে সিটি সার্ভিস বাস চালু করা হয়েছে। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে কাটাখালি থেকে কোর্ট স্টেশন রুট, নওদাপাড়া থেকে সাহেব বাজার রুট, কাশিয়াডাংগা থেকে রেলগেট রুটসহ বিভিন্ন রুটে চলছে সিটি সার্ভিস বাস।
মো. আজাহার নামের একজন বলেন, ‘গতকাল থেকে অটোরিকশা বন্ধ থাকার কারণে ৩-৪ গুণ ভাড়া দিয়েও রিকশা পাওয়া যাচ্ছিল না। হেঁটেই অনেক জায়গায় যেতে হয়েছে। সিটি সার্ভিস চালু হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে।’
মোমিন নামের একজন শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ থাকায় গতকাল টিউশনিতে হেঁটে যেতে হয়েছে। যেখানে অটোরিকশার ভাড়া ১০ টাকা সেখানে রিকশায় ৫০ টাকা চেয়েছে। আসার সময়ে হেঁটে এসেছি। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় এখন আগের মতোই কম খরচে যাতায়াত করতে পারছি।’
সিটি সার্ভিস বাস চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুল হক টিটো।
তিনি বলেন, ‘মূলত ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের জিম্মি দশা থেকে যাত্রীদের উদ্ধার করতে রাজশাহীতে সিটি সার্ভিস বাস চালু করা হয়েছে। সোমবার সকালে ৭-৮টি বাস চলাচল শুরু করে। বিকেলে আরও ১০-১৫টি বাস চালু করা হবে।’
ভাড়া বাড়ানোর দাবিতে রোববার (২৮ আগস্ট) থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকরা ধর্মঘট ডাকেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করতে হয় তাদের। অনেকে হেঁটে কর্মস্থলে যান।