রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় আনন্দ সরেন (১৩) নামের সাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনন্দ সরেন উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই স্কুলছাত্র। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠায়।