রাজশাহীতে ছোট-বড় সব ধরনের ইলিশের দাম কমেছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ইলিশের দাম কমেছে ৩০০-৪০০ টাকা। রোববার (২৮ আগস্ট) রাজশাহীর সাহেবাজার মাস্টারপাড়া, নিউমার্কেট কাঁচা বাজার, লক্ষ্মীপুর কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে এক কেজির বেশি ওজনের ইলিশ ১৬০০-১৮০০ টাকায় বিক্রি হয়েছে। সেটি এখন বিক্রি হচ্ছে ১৩০০-১৪০০ টাকায়। ৭০০-৭৫০ টাকা বিক্রি হওয়া ইলিশ এখন বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।
নিউমার্কেট বাজার আড়তের বিক্রেতা দিলু বলেন, এক কেজি ওজনের চাঁদপুরের ইলিশ এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরিশালের ইলিশ এক হাজার টাকা। চট্টগ্রামের ইলিশের দাম আরও কম।
সাহেববাজার মাস্টারপাড়া এলাকায় ইলিশ বিক্রি করেন আরিফ হোসেন। তিনি বলেন, সাগরে ইলিশ ধরা পড়ায় দাম কমছে। ভারতে ইলিশ পাঠানো শুরু হলে দাম বাড়বে। তখন দেশের বাজারেও টান পড়বে।