34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রাজশাহী

রাজশাহীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

করোনা উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃদ্ধ ওই ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তি অসুস্থ হয়ে প্রথমে হাসপাতালের ১৬ নম্বরে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গ থাকায় তাকে পরে ৩০ নম্বর ওয়ার্ড স্থানান্তর করা হয়। কিন্তু পরীক্ষার আগেই তার মৃত্যু হয়।

এর আগে, রাজশাহীতে সর্বশেষ গত মে মাসের প্রথম সপ্তাহে একজনের মৃত্যু হয়েছিল। ফলে টানা দুই মাস পর রাজশাহীতে করোনা উপসর্গে কারো মৃত্যু হলো।

বর্তমানে হ সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে করোনা সন্দেহভাজন দুজন রোগী ছিলেন। একজনের মৃত্যু হওয়ার পর সেখানে এখন একজন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে মঙ্গলবার (১২ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।

Related posts

সিরাজগঞ্জ মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

Asha Mony

দু’দিনেই ঘুরে আসুন বগুড়ার সব দর্শনীয় স্থানে!

admin

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Asha Mony