28 C
Dhaka,BD
May 27, 2023
Uttorbongo
চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী

মহানন্দায় ডুবে প্রাণ গেলো দুই শিশুর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে শিমুল (১০) ও সুমন (১১) নামে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে শিমুলের ও মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাইয়াপাড়া ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু।

মৃত শিমুল ইসলামপুর ইউনিয়নের লাল মোহাম্মদ হাজির টোলা গ্রামের জেনারুল ইসলামের ছেলে ও সুমন একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে সুমন ও শিমুল বাইয়াপাড়া ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ এলাকাবাসী তাদের খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে শিমুলের মরদেহ উদ্ধার করে। কিন্তু তখনও খোঁজ মেলেনি সুমনের। পরে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।

Related posts

বগুড়ায় দুই চাল ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

Asha Mony

সিরাজগঞ্জ মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

Asha Mony

রাজশাহীর নতুন বাঁধে ভিড় বাড়ছে দর্শনার্থীর

Asha Mony