33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
রাজশাহী

বেশি দামে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

ডিমের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহানগরীর খড়খড়ি, আশরাফের মোড় ও নলখোলা মোড়ে ডিমের আড়ৎ ও খুচরা দোকানে অভিযানে যাই। এসময় আড়তে সাদা ডিমের হালি পাইকারি দর ৩৭-৩৮ টাকা, লাল ডিমের পাইকারি দর ৩৮-৪০ টাকায় বিক্রি হয়। তবে এ দর নিয়ে খুচরা বাজারে গেলে সেখানে ক্রেতারা অভিযোগ করেন সকালে ৪৬ টাকা দরে ডিম বিক্রি হয়েছে।

হাসান-আল-মারুফ বলেন, বাজারে যাওয়ার পর হালিতে ৬ টাকা কমে ডিমের দাম ৪০ টাকা হয়ে গেছে। অন্তত ৩০ দোকানে মূল্য তালিকায় একই দর দেখা যায়।

তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে বিক্রির দায়ে আল মদিনা ট্রেডার্সকে এক হাজার টাকা ও মধুঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Related posts

টুং টাং শব্দে মুখরিত রাজশাহীর কামারপাড়া, ছুরি-চাপাতির দাম চড়া

Asha Mony

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

Asha Mony

সোনামসজিদ স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে

Asha Mony